About us
electrosparesbd বাংলাদেশের সবচেয়ে বড় রোবোটিক্স ও ইলেকট্রনিক্স প্রজেক্ট শপ। আমরা শিক্ষার্থী, গবেষক, শখের প্রজেক্ট নির্মাতা এবং পেশাজীবীদের জন্য উচ্চমানের প্রজেক্ট পার্টস, রোবোটিক্স কিট, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, IoT ডিভাইস, সেন্সর ও ল্যাব সরঞ্জাম সরবরাহ করে আসছি।
কেন আমাদের বেছে নেবেন:
বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট কিট কালেকশন
সাশ্রয়ী হোলসেল মূল্য
এক্সপার্ট টেকনিক্যাল সাপোর্ট
শিক্ষার্থী, শিক্ষক ও প্রফেশনালদের আস্থার প্রতীক
আমাদের লক্ষ্য : প্রযুক্তি সবার জন্য সহজলভ্য করা এবং নতুন প্রজন্মকে উদ্ভাবনে অনুপ্রাণিত করা।
🚀 আপনি হোন একজন নতুন শিক্ষার্থী অথবা একজন অ্যাডভান্সড লার্নার— electrosparesbd সবসময় আপনার পাশে।